পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর সদরের জাল বাজারে অভিযান চালিয়ে ১২ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে দুই দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১টায় পৌর সদরের বাজারে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ক্ষেত্র সহকারী রণধীর সরকার প্রমুখ।