দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দুটি রাস্তা কার্পেটিং ও এইচবিবিকরণের কাজ শুরু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়শান্তা প্রাথমিক বিদ্যালয় থেকে নাজিরের ঘের অভিমুখে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) এবং বেলা ১১টায় পারুলিয়া আরএন্ডএইচ জলিল হ্যাচারী থেকে কোমরপুর স্লুইজ গেটগামী প্রায় ১ কিলোমিটার রাস্তা কার্পেটিং করার কাজ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরশাদ আলী মোল্যা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রবিউল ইসলাম, মেম্বার অসীম কুমার ঘোষ, সখিপুরের সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।