ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে ২০২২-২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।
এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে নারিকেলের চারা প্রদান বিতরণ করা হয়।