Saturday , 27 July 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় কীটনাশক দিয়ে ধরা চিংড়ি মাছ জব্দ

প্রতিবেদক
admin
July 27, 2024 5:42 pm

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে শিকারকৃত ৩৮ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে।

এ সময় ১টি নৌকা, ১ বোতল কীটনাশকসহ নিষিদ্ধ ভেশাল জাল জব্দ করা হয়।

শনিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের চালকি নদী থেকে এই মাছসহ নৌকা ও জাল জব্দ করা হয়। তবে, এসময় দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি অভিযান পরিচালনাকারী দলটি।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত অবৈধ বিষযুক্ত চিংড়ি মাছ বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে বিনষ্ট করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়