মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ৪ জনের বাল্যবিয়ে

প্রতিবেদক
the editors
জুলাই ৩০, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় একইদিনে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিয়ে।

মঙ্গলবার (৩০ জুলাই) এসব বাল্য বিয়ে বন্ধ করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান,
সম্প্রতি একাধিক কিশোর-কিশোরীর বাল্যবিয়ের আয়োজন সম্পর্কে গোপনে সংবাদ পেয়ে সেখানে হাজির হন জেন্ডার প্রমোটার ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষকসহ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সদস্যরা। মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। এ সময় তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিয়েতে নিষেধাজ্ঞা জারি পূর্বক তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উল্লেখ্য, উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর, তালা সদর ইউনিয়নের জাতপুর ও কিসমতঘোনা এবং তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের ৪জন কিশোর-কিশোরীর বাল্যবিয়েতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!