উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগরে ইউপি সদস্য কাজল সরদারের নেতৃত্বে স্থানীয় একটি মৎস্য প্রকল্পে লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ জুলাই) গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই লুটপাট চালায়।
এসময় ওই মৎস্য প্রকল্প থেকে ৪০-৫০ মণ মাছ লুটপাট করে নিয়ে যায় তারা।
জমির মালিক সাধন, দেবাশীষ, দেবদাস, শতদল, কালিপদ, অনাদি, খোকন ও নগেন বলেন, আমাদের রেকর্ডীয় জমিতে সমন্বিতভাবে মৎস্য চাষ করি। জমিটা নিয়ে একটি পক্ষ আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। বিষয়টি ইউপি সদস্য কাজল সরদারকে জানালে তিনি ওই জমি তার নামে লীজ দেওয়ার কথা বলেন। এতে আমরা অসম্মতি জানালে তিনি আমাদের উপর ক্ষিপ্ত হযন। এক পর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ নিয়ে আমাদের মৎস্য প্রকল্পে লুটপাট চালায়। এ কাজে নেতৃত্ব দেন ইউপি সদস্য কাজল সরদার।
এসময় কাজলের সহযোগী হিসেবে খাল আজিজ, অসিম, প্রকাশ, বিশ্বজিৎ, প্রশান্ত, তাপস, রামপ্রসাদ, সাইদ ও বিধানসহ অনেকে ঘেরের বাসা ব্যাপক ভাঙচুর করে।
লুটপাটের বিষয়ে কাজল সরদারের নিকট জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।