কয়রা (খুলনা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনার কয়রার কপোতাক্ষ মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি কলেজের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।
অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল তার আবেদনে লেখেন, আমি ব্যক্তিগত অসুবিধার কারণে স্বেচ্ছায় পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ১২ আগস্ট কয়রা সদরের তিন রাস্তার মোড়ে কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
তারা বলেন, তিনি একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ।
ওই সময় তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সেই থেকে তার পদত্যাগের দাবি করছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তিনি কলেজের সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
কপোতাক্ষ মাহাবিদ্যলয়ের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা (ভাবপ্রাপ্ত) নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান বলেন, অধ্যক্ষের পদত্যাগপত্র হাতে পেয়েছি। পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।