মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা সীমান্তে দেশীয় পিস্তলসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিবেদক
the editors
আগস্ট ১৩, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় একটি দেশীয় পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শ্মশান পোস্ট নামক এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির একটি দল শ্মশান পোস্ট নামক স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা রাতের অন্ধাকরে ঘন বন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা তল্লাশী করে একটি দেশীয় পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image