শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
the editors
আগস্ট ৩১, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কিংবদন্তী শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) সকালে ঝাঁপাঘাটে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণ সভা শেষে তার কবরে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও মরহুমের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও. ইনতাজ আলী।

স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইবনেবতুতা, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক নেতা সামছুর রহমান লাল্টু, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মাস্টার উৎপল সাহা, মাস্টার স্বপন চৌধুরী, মরহুমের ভাইপো শেখ জাহিদুল হক, অফিস সহকারী আব্দুল জলিল, আব্দুল গফ্ফার, সাংবাদিক তরিকুল ইসলাম, সেলিম খান, দেলোয়ার হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!