the editors logo
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
the editors
আগস্ট ১৯, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু ও জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন লিটন।

আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সহ-সভাপতি আব্দুল হামিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম পারভেজ শাহীন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাইদুর, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার ও যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় অ্যাড. সৈয়দ ইফতেখার আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনা গুম, খুন জুলুম করে ক্ষমতায় থাকতে পারেনি। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে, যাতে গণহত্যাকারীরা ঐক্যবদ্ধ না হতে পারে।

এদিকে, একই উপলক্ষে সোমবার বিকালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকার নেতৃত্বে পৃথক একটি মিছিল সাতক্ষীরা শহরের রাধানগর মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেক নেতা রুহুল আমিন পাড়, সহ দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম হিমু, যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম, মোঃ মোবাশ্বেরুল হোসেন মধু ও সদস্য সচিব মোঃ জাকির হোসেন।

আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলুর রহমান শিপলু, সাবেক সদস্য সচিব মোঃ মহসিন হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, আব্দুস সালাম, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!