এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) তে শিক্ষার্থীদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে এই সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শিক্ষার্থীর নাম আরমান। তাকে নলতা হাসপাতালে ভর্তি করা রয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে আব্দুল্লাহ মোড়ল বাদী হয়ে কালিগঞ্জ থানায় শামিম খাঁন, সিপন মিয়া, মেহেদী হাসান, মোতালেব হোসেন, সবুজ মিয়া, বিপ্লব হোসেন, আসলাম উদ্দীন, সোহান খাঁন, শরিফুল ইসলাম জিকু, মো: উমায়ের ও ইস্তিকার রহমান পাবেলসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে মামলা করেছেন।
নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী মুছনুর রহমান জানান, বুধবার রাতে শিক্ষার্থীদের একটি গ্রুপ ৩১৪ ও ৪১৫ নম্বর রুমে হামলা করে। এ সময় বহু ছাত্র আহত হয় ও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এসময় শিক্ষার্থীদের কয়েকজনকে ধরে সেনাবাহিনীর মাধ্যমে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয় কালিগঞ্জ থানার এসআই ফাহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ভিতরে মারামারি হয়েছে। মামলা হয়েছে। ইতোমধ্যে ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।