বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে শিক্ষার্থীদের ২ গ্রুপে সংঘর্ষ, মামলা

প্রতিবেদক
the editors
আগস্ট ২২, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) তে শিক্ষার্থীদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাতে এই সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিক্ষার্থীর নাম আরমান। তাকে নলতা হাসপাতালে ভর্তি করা রয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে আব্দুল্লাহ মোড়ল বাদী হয়ে কালিগঞ্জ থানায় শামিম খাঁন, সিপন মিয়া, মেহেদী হাসান, মোতালেব হোসেন, সবুজ মিয়া, বিপ্লব হোসেন, আসলাম উদ্দীন, সোহান খাঁন, শরিফুল ইসলাম জিকু, মো: উমায়ের ও ইস্তিকার রহমান পাবেলসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে মামলা করেছেন।

নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী মুছনুর রহমান জানান, বুধবার রাতে শিক্ষার্থীদের একটি গ্রুপ ৩১৪ ও ৪১৫ নম্বর রুমে হামলা করে। এ সময় বহু ছাত্র আহত হয় ও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এসময় শিক্ষার্থীদের কয়েকজনকে ধরে সেনাবাহিনীর মাধ্যমে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয় কালিগঞ্জ থানার এসআই ফাহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের ভিতরে মারামারি হয়েছে। মামলা হয়েছে। ইতোমধ্যে ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!