কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করেছে বনবিভাগ।
মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের বড় কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩জন ও হরিণ শিকারের অপরাধে ৬জনকে আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১৫০টি হরিণ ধরার ফঁাদ ও কাঁকড়া ধরার সরঞ্জামসহ ২টি নৌকা জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন, শহিদ মোড়ল, বাপ্পি সরদার, আছাদুল সানা, রফিকুল গাজী, তুহিন সরদার, রাশিদুল ইসলাম, ফরিদ শেখ, খলিল মোল্যা ও মুজাহিদুল ইসলাম সানা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।