মঙ্গলবার , ২ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলে আটক

প্রতিবেদক
the editors
মে ২, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করেছে বনবিভাগ।

মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সুন্দরবনের বড় কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩জন ও হরিণ শিকারের অপরাধে ৬জনকে আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে ১৫০টি হরিণ ধরার ফঁাদ ও কাঁকড়া ধরার সরঞ্জামসহ ২টি নৌকা জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শহিদ মোড়ল, বাপ্পি সরদার, আছাদুল সানা, রফিকুল গাজী, তুহিন সরদার, রাশিদুল ইসলাম, ফরিদ শেখ, খলিল মোল্যা ও মুজাহিদুল ইসলাম সানা।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!