বিলাল হোসেন: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে এ উপলক্ষে জামায়াতের যুব বিভাগের আয়োজনে বংশীপুর বাসস্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন জায়ামাতের আমীর আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়াবে আমীর মাওলানা মইনুদ্দীন আহম্মেদ, শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সদস্য মো: আশিকুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, শ্যামনগর বৈষম্য বিরোধী ছাত্র সমন্ময়ক মো: জান্নাতুন নাইম, ঈশ্বরীপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মো: নাজমুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।