রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মী গ্রেফতার

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে শনিবার রাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেলের এএসপি স্যারের নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালাই। পুলিশরে উপস্থিতি দেখতে পেয়ে তারা পুলিশের উপর ইট পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে। এ সময় ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!