শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বুড়িগোয়ালিনীর কলবাড়ী বাজারে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুস সালাম।

সভায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম রুস্তম আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হক, সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম আঙ্গুর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির নেতা মো. নুর ইসলাম সরদার, মোজাম্মেল হক, মো. ইউনুস, মোশাররফ হোসেন, জাকারিয়া হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার আমাদের প্রিয় মাতৃভূমিকে রসাতলে নিয়ে গেছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো রাতের ডাকাতি করা ভোটে সরকারে যাওয়া আওয়ামী লীগ ও তার চাটুকারিতা করা কতিপয় ব্যক্তি। বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে কোন কর্মকান্ড তারা করতে দেয়নি। এমনকি আমাদের কার্যালয়গুলো গুড়িয়ে দিয়েছিল। আজ বুড়িগোয়ালিনীর এই কার্যালয় উদ্বোধনের সাথে সাথেই নতুন করে যুবদলের কর্মতৎপরতা বৃদ্ধি পাবে। আপনারা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ান। তারেক রহমানের নির্দেশ মোতাবেক তৃণমূলে কাজ করুন। সাধারণ মানুষকে ভালবেসে কাছে টানুন, দলে ভিড়ান। সকলের প্রত্যক্ষ ভোটেই আমরা গণতান্ত্রিক সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

সভা শেষে শতাধিক নেতাকর্মীকে নিয়ে কলবাড়ী বাজারে বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

এসময় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এম.এম হেলাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব সোহাগ, আবু মুছা ময়না, মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!