কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের পদ স্থগিতের ঘোষণায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোকনুজ্জামান রোকনের পদ স্থগিতের ঘোষণা দেওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয় ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত রোকনুজ্জামান রোকনকে স্থায়ীভাবে বহিষ্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।