স্পোর্টস ডেস্ক: এক ঘণ্টা পিছিয়ে হলো টস, ম্যাচও শুরু হবে সমান সময় পর। কানপুর টেস্টের টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশকে আগে ব্যাটিং করতে বলছেন তিনি।
টসের সময় রোহিত শর্মা জানিয়েছেন, পিচ থেকে শুরুর দিকের সুবিধাটা কাজে লাগাতে চান তারা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অবশ্য ব্যাটই করতে চেয়েছিলেন। তার কাছে উইকেটটা সহায়ক মনে হয়েছে ব্যাটিংয়ের জন্য।
চেন্নাই টেস্টের একাদশে কোনো বদল না এনেই কানপুরে নামছে ভারত। অন্যদিকে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ নেই, তাদের জায়গা নিয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।