শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবির কঠোর নিরাপত্তা

প্রতিবেদক
the editors
অক্টোবর ৫, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে ১৬ অবস্থান থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিজিবির ভোমরা ক্যাম্পে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিবি ২ অক্টোবর থেকে দুটি টাস্কফোর্সে বিভক্ত হয়ে পূজামণ্ডপ ও তার আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম পরিচালনা করছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির দুই শতাধিক সদস্য ১৬টি অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। পূজা উদযাপনের সময় আইন-শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলকারীকে অপরাধী হিসেবেই গণ্য করা হবে, তাদের পরিচয় বিবেচনা করা হবে না।

এসময় তিনি আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে এ পর্যন্ত ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!