বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির উদ্যোগে ও আনযারের অর্থায়নে দরগাহপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে রবিবার (৬ অক্টোবর) বিকেলে সীরাতুন্নবী (স.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক আল মুকাররম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাদাত মোহাম্মদ ইউনুস এবং প্রভাষক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন যুব নেতা সাঈদী হাসান, শ্রমিক নেতা আসাদুজ্জামান, সাংবাদিক হুসাইন বিন আফতাব, ব্যবসায়ী আশিকুর রহমান, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আল মুকাররম বিল্লাহ তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবনের আদর্শকে স্মরণ করিয়ে দেন এবং নবীজির জীবন অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেন।