কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে সংগঠনটি।
এসময় কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ, যুব দল নেতা ইছানুর রহমান, আকবর হোসেন, আনারুল ইসলাম (ডাবলু), মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন, মাশরাফি মেহেদী হাসান, মিনারুল ইসলাম, অয়েজ কুরুনী, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর, মিলন, আশিকুজ্জামান, আঃ সালাম প্রমুখ।
ছাত্রদলের সভাপতি আরিফ বিল্ল্যাহ সবুজ বলেন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। সেই সাথে মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষ রোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণ একটি মহৎ কাজ।