ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (৯ অক্টোবর) নেতৃবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে মায়ের বাড়িতে যান এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মায়ের বাড়িতে গেলে তাদের স্বাগত জানান জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুর স্বপন শীল প্রমুখ।