Wednesday , 3 April 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারকালে ৯টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রতিবেদক
admin
April 3, 2024 8:00 pm

ডেস্ক রিপোর্ট: কোমরে বিশেষভাবে লুকিয়ে ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ আমজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৩ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমজাদ হোসেন খোকন কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপি’র সুবেদার কাজী বদরুল আলম
এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আমজাদ হোসেন খোকন মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে কোমরের ডান পার্শ্বে লুঙ্গির ভাজে বিশেষ ভাবে লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ০১ কেজি ৪৪ গ্রাম এবং মূল্য প্রায় ১ কোটি
২ লক্ষ ১০ হাজার ৩২০ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়