ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে লিডার্স এর উদ্যােগে গ্রামীণ নারী কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের আর্থিক সহযোগিতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ে এই মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৌমিত্র জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা উন্নয়ন কর্মী সুমাইয়া জান্নাত, অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, সমাজসেবক দেবব্রত কুমার মন্ডল, প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, মিল অফিসার জয়দেব কুমার জোদ্দার।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।
মেলায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীরা চারটি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।