ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ‘ল স্টুডেন্টস ফোরাম’ এর বার্ষিক নির্বাচন শনিবার (১৯ অক্টোবর)। ল কলেজ অডিটোরিয়ামে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪১৪ জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে আইনের শিক্ষার্থীদের মাঝে।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহাবুদ্দিন সাজু।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও অর্থ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম। এছাড়াও পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন অ্যাড. মনোয়া পারভীন মিলি, সাবেক সভাপতি সালাউদ্দিন রানা প্রমুখ।