বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ধুমঘাট শাপলা কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শনে ১৫ কৃষক-কৃষাণী

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৩, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে কৃষি পাঠশালার চর্চাকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে উপজেলার মুন্সিগঞ্জ, শ্যামনগর পৌরসভা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের ১৫ জন কৃষক-কৃষাণী ধুমঘাট শাপলা কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তারা ধুমঘাট শাপলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের স্থায়িত্বশীল কৃষি, ফসল ব্যবস্থাপনা, অচাষকৃত উদ্ভিদ বৈচিত্রের প্লট, বীজ সংরক্ষণ, প্রাণিসম্পদ পালন, ভার্মি কম্পোস্ট ও গর্ত কম্পোস্ট, হাজোল, পরিবেশ বান্ধব চুলা, শিম গবেষণা, ঝাল গবেষণা, বেগুন গবেষণা, বস্তা পদ্ধতিতে ফসল চাষ, ধানের জাত সংরক্ষণ প্লট, পুকুরে মাছ চাষ, পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ এবং এই শিখন কেন্দ্রের চর্চাকারী কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রির অর্জিত বিভিন্ন সম্মাননা স্মারক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিদর্শনকারীরা অল্পনা রানীর কাছে তার গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান।

অল্পনা রানী বলেন, নিজের ইচ্ছা শক্তি থাকলে কোন কাজ পিছিয়ে থাকে না। এক সময় আমার পরিবারের অবস্থা খুব খারাপ ছিল। আজ সেখান থেকে বের হতে পেরেছি। আমি কাজ করতাম। কিন্তু তার কোন মূল্যায়ন হয়নি। বারসিকের সাথে যুক্ত হওয়ার পর তারা আমার কাজকে যে সম্মান দেখিয়েছে, সেটা দেখে আমার কাজের গতি বৃদ্ধি পায়। এরপর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সম্মান মর্যাদা ও পুরস্কার সবকিছু পেয়েছি কৃষি কাজ করে। আমরা সকলে এক পথের পথিক, আমি চাই আমার মত আপনারা কৃষি ক্ষেত্রে সকলেই এগিয়ে যান।

এসময় পরিদর্শনকারী দলের শান্তিরঞ্জন মন্ডল, কেরামত আলি, বনশ্রী রানী ও গংগা রানী তাদের অনুভূতি ব্যক্ত করে জানান, এটি সত্যিই একটা পাঠশালা। এখানে অনেক কিছু শেখার আছে। বৈচিত্র্যে ভরা অল্পনা রানীর বাড়ি। আমরাও তাকে অনুকরণ করতে চাই।

আয়োজনকারীদের মধ্যে বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল জানান, শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নের ১৬টি বাড়িকে আমরা পাঠশালা তৈরি করার চেষ্টা করছি। যেখানে কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চা করা হবে। নানা বৈচিত্র্য থাকবে। যে বাড়িটি হবে একটি শিখন কেন্দ্র।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!