সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় আউশ ধানের মাঠ দিবস

প্রতিবেদক
the editors
আগস্ট ১৪, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ এ স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় আউশ ব্রি-৯৮ এর নমুনা শস্য কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ (আগস্ট) বেলা ১১টায় উপজেলার মহারাজপুর বিলে কৃষক আঃ খালেকের জমিতে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী ও ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল। এতে আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার আঃ হামিদ, মোঃ সোহেল হুসাইন, স্থানীয় ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, কৃষক মোঃ আল আমিন, আঃ খালেক প্রমুখ।

কৃষক আঃ খালেক বলেন, প্রথম বার তিনি ব্রি-৯৮ আউশ ধান চাষ করে ২ বিঘা জমিতে ৩২ মণ ধান পেয়েছেন।

উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাশ বলেন, স্বল্প সময়ের ফসল আউশ ব্রি-৯৮ ধানের ফলন ভালো হওয়ায় গবাদি পশুর খড় পাওয়া যাচ্ছে। ফলে আউশ ধান চাষে উপজেলার কৃষকদের মাঝে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ধান কাটার পরেই আমনের চাষ শুরু করা যায়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!