বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

প্রতিটি জেলা ও বন্দর রেলপথে সংযুক্ত হবে: রেলমন্ত্রী

প্রতিবেদক
admin
জুলাই ২০, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের প্রতিটি জেলা ও বন্দরকে রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত।
সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের পাশাপাশি রেলওয়ের উন্নয়ন করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) লাকসাম থেকে আখাউড়া অংশে নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। এরপর রেলওয়েকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ফলে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

রেলে বিদ্যুতায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ইলেকট্রিসিটি ব্যবহার করে ঢাকা-নারায়ণগঞ্জ ,ঢাকা-চট্টগ্রাম ও টঙ্গী-জয়দেবপুরে ট্রেন চলাচলের জন্য তুরস্কের সঙ্গে চুক্তি সই হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করার কাজে লিপ্ত রয়েছে ষড়যন্ত্রকারীরা, তারা আবার সন্ত্রাসী হামলার চেষ্টা করছে, জ্বালাও- পোড়াও করার চেষ্টা করছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!