ডেস্ক রিপোর্ট: শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা অঞ্চলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরা লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে সংগঠনের সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গালফ হ্যাচারির সত্ত্বাধিকারী এস এম আব্দুল্লাহ মামুন, আল আকসা হ্যাচারির মোঃ নজরুল ইসলাম, সোনালী হ্যাচারির শেখ রফিকুজ্জামান খোকন, খাজা হ্যাচারির আব্দুস ছাত্তার মনি, নিউ যমুনা হ্যাচারির কাজী আমিনুল ইসলাম বাহার, মেঘনা হ্যাচারির মোঃ ইদ্রিস বাবু, কাবা হ্যাচারির মোঃ জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন হ্যাচারির মোঃ জসিম, সোনামুখী হ্যাচারির হারুন আকন্দি অনি, বিসমিল্লাহ হ্যাচারির গাহছুল হোসেন রাজ, কপোতাক্ষ হ্যাচারির মোঃ শহিদুল ইসলাম, পদ্মা হ্যাচারির মোঃ শাহারুল ইসলাম বকুল, সুরমা হ্যাচারির মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী মৌসুমে উন্নতমানের চিংড়ি পোনা উৎপাদনসহ হ্যাচারি কার্যক্রম গতিশীল করে এ অঞ্চলের চিংড়ি শিল্পকে এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য রুহুল আমিন লেনিন।
সভার শুরুতে সংগঠনের কক্সবাজার শাখার সহ-সভাপতি শহীদ ফারুক সাচীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।