বুধবার , ১০ মে ২০২৩ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মালেক গ্রেফতার

প্রতিবেদক
the editors
মে ১০, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল মালেক ওরফে মালেকুজ্জামান (৪৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি দল।

বুধবার (১০ মে) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৯ মে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ আব্দুল মালেক ওরফে মালেকুজ্জামান সাতক্ষীরার কলারোয়ার বাসিন্দা।

সূত্র মতে, গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪জনকে সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত। এর মধ্যে মোঃ আব্দুল মালেক ওরফে মালেকুজ্জামান (৪৭) সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত। তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, র‌্যাব-৬ খুলনার একটি গোয়েন্দা দল এ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ০৯ মে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামি মোঃ আব্দুল মালেক সাতক্ষীরা সদর থানা এলাকায় গোপনে আত্মীয়ের বাড়িতে এসেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি কুশখালী এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক ওরফে মালেকুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় গত ১৮ এপ্রিল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪জনকে সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে চীন: সিপিপিসিসি চেয়ারম্যান

শ্যামনগরের হরিনগরে ৪ জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার

আগামী বছর এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি এপ্রিলে

এক আমগাছের দাম ৩০ হাজার টাকা

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন পোল্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে মতবিনিময়

কালিগঞ্জে বালাপোতা বাবার ধাম থেকে দুই নারী ছিনতাইকারী আটক

দেবহাটায় তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে জখম

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান, ৭ দিনে সহায়তা শুরু

মুক্তির দিনেই বাংলাদেশে ‘জওয়ান’ দেখতে চান শাহরুখ ভক্তরা

লুকাশেঙ্কোরে ‘বিদ্রোহের সমাপ্তি’ পুতিনের জন্য ‘অপমানজনক’

error: Content is protected !!