ডেস্ক রিপোর্ট: জন্মগতভাবে ভাল্বসহ হৃদরোগের জটিল সমস্যায় আক্রান্ত সাড়ে তিন মাসের শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সাতক্ষীরায় জন্ম নেওয়া শিশু আলিফের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা কাশি লেগে থাকে। ধাপে ধাপে অপারেশন করে কিছুটা সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসকরা আশ্বস্ত করলেও, প্রয়োজনীয় টাকার অভাবে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পারছে না তার পরিবার।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তার এই চিকিৎসার জন্য ভারতে অথবা সিঙ্গাপুরে যেতে হবে এবং চিকিৎসা বাবদ কমপক্ষে ২৫ লাখ টাকা খরচ হবে।
তাই বর্তমান সরকার, ধর্ণাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অসুস্থ শিশুটির মা। সাহায্য পাঠানোর ঠিকানা : মোছা: মিতা ইসলাম (শিশুর মা) সঞ্চয়ী হিসাব নং ২৮১৮৩০১০২২৮৩২, সোনালী ব্যাংক, সাতক্ষীরা কর্পোরেট শাখা। বিকাশ নম্বর : 01919630200। শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফ বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্যাডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নানাহার ফতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।