কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের পানিয়ায় চার দলীয় অর্ধলক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে শ্যামনগর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টাইব্রেকারে ৩-২ গোলে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়।
রোববার (১৭ নভেম্বর) বিকালে ঐতিহ্যবাহী পানিয়া জনকল্যাণ সমিতির মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচটি গোল শূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়।
ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ জন শ্যামনগর ফুটবল একাডেমির আকরামুজামান (লিটন), সেরা গোলকিপারের পুরস্কার পান আমির হোসেন (জিকো)।
ম্যাচ পরিচালনা করেন মুর্শিদ এলাহি বাবু। সহকারী ছিলেন রবিউল ইসলাম, তাউর রহমান ও মমিনুর রহমান।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আব্রাহাম লিংকন, হুমায়ুন কবীর, শাওন, অর্জুন, আব্দুল্লাহ, রায়হানসহ পানিয়া জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ।