বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা

প্রতিবেদক
the editors
মে ১১, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৩টায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে জরুরী প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ’র সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, মোংলায় মোট ১০৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে। যেগুলোর সবই স্কুল কাম সাইক্লোন শেল্টার। তার মধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে রয়েছে ৮৪টি আর পৌরসভায় রয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র। এখানকার ২ লাখ ২৬ হাজার ৭৫১ জনের মোট জনসংখ্যার বিপরীতে ১০৩টি আশ্রয়কেন্দ্রে ধারণক্ষমতা রয়েছে ৬৮ হাজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়াতে এরইমধ্যে এ উপজেলায় সিপিপির ৬৬টি ইউনিটের প্রায় ১৪০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আগেভাগে সরিয়ে আনা হবে। দুর্গতদের জন্য খাবার মজুত করা হয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!