বিলাল হোসেন: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হল রুমে বৃহস্পতিবার জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্স কর্তক বাস্থবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় অক্সফার্ম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ।
প্রশিক্ষণে ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট অফিসার আব্দুল খালেক, প্রজেক্ট অফিসার কোডেক রাসেল আমিন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রশিক্ষক সুলতানা ইকোসিস্টেম, উপকূলীয় এলাকায় পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবসমূহ, নারী ও শিশুর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার ন্যায্যতা ও এর মূলনীতি, কমিউনিটি নেতৃত্বে অ্যাডভোকেসি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে ধারণা দেন।