বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ও কাগজপুকুর স্মৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুজকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, সদস্য আশরাফুল আলম বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ওসি আমির আব্বাস, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া প্রমুখ।