উপকূলীয় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের (এসসিএফ) পক্ষ থেকে অসহায় ও বিধবা ১৪৬টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের চকবারা কার্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মোঃ হাবিবুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসসিএফ এর উপদেষ্টা এম. ফরহাদ হোসেন। এসময় হাফেজ মাহমুদুল হাসান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মুসুরি ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি পেয়াজ প্রদান করা হয়।