ডেস্ক রিপোর্ট: তালার ধানদিয়ায় উচ্চ ফলনশীল সরিষা চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কাটাখালি স্কুল মাঠে উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভেল্যু চেইন উপপ্রকল্পধীন মাঠ দিবসে উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।
আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ মিলন হোসেন, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা ও ফোকাল পার্সন (আরএমটিপি) কৃষিবিদ নয়ন হোসেন প্রমুখ।
মাঠ দিবসে উপস্থিত কৃষকরা তাদের উৎপাদিত সরিষার ফলন সম্পর্কে আলোচনা করেন৷