কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন উপকূলীয় কয়রার ছিন্নমূল ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বুরো বাংলাদেশ।
সোমবার (৩০ ডিসেম্বর) কয়রার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুরো বাংলাদেশ খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল কুমার সাহার সভাপতিত্বে ও ঊর্ধ্বতন প্রশিক্ষক মাহবুব হাসানের সঞ্চলনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বুরো বাংলাদেশ’র খুলনার বিভাগীয় ব্যবস্থাপক আল আমিন খান। আরও বক্তব্য রাখেন কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, কয়রা থানার এসআই এম আব্দুস সামাদ, বুরো বাংলাদেশ খুলনার এলাকা ব্যবস্থাপক মোঃ আইনুল হোসেন, পাইকগাছা শাখার ব্যবস্থাপক মোঃ কামাল পাশা, কয়রা শাখা ব্যবস্থাপক খান আহম্মেদ শরীফ, সাতক্ষীরা এলাকা ব্যবস্থাপক মোঃ আবু সাইদ প্রমুখ।
৬নং কয়রা গ্রামের ষাটোর্ধ্ব উর্মিলা মন্ডল বলেন, এই শীতে অনেক কষ্ট করে রাত পার করতে হয়। এখন কিছুটা শান্তি পাব।