ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ১০টায় তুফান কনভেনশন সেন্টারে চিংড়ি পোনা ব্যবসায়ী ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স শম্পা ফিসের সত্ত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ, উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আইয়ূব হোসেন, আহ্ছানিয়া ফিসের সত্ত্বাধিকারী মিলন সরকার ও সৈকত ফিসের সত্ত্বাধিকারী ইব্রাহিম হোসেন।
সভায় বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের সত্ত্বাধিকারী মোঃ রুহুল আমিন।
এসময় সভাপতির বক্তব্যে ডা. আবুল কালাম বাবলা বলেন, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির স্বার্থে যেকোনো সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নেয়া হবে। ব্যবসার উন্নয়নে ঐক্যের কোনো বিকল্প নেই। সমিতির সকল সদস্যকে সততার সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেসার্স ফিস প্যালেস এর সত্ত্বাধিকারী ওবায়দুর রহমান লিটন।