the editors logo
শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদের মায়ের দাফন সম্পন্ন

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১১, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের মাতা দিলারা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ আছর রসুলপুর গোরস্থান জামে মসজিদে জানাযা শেষে তাকে রসুলপুর সরকারি গোরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় অংশ নেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মাদ আলী রায়হান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, কেড়াগাছি ইউপির চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, জেলা গণফোরামের আলীনূর খান বাবুল, আশাশুনি শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, জেলা মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান অলি, যুব গণফোরামের গোলাম সরোয়ার বাপ্পী, পলাশপোল গোরস্থান মসজিদের সভাপতি আমজাদ হোসেন, সাংবাদিক আব্দুল বারী, আব্দুল জলিল, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মেহোদী আলী সুজয় প্রমুখ।

জানাযা নামাজে ইমামতি করেন, মরহুমার ভাগ্নে আশাশুনির তুয়ারডাঙ্গা জামে মসজিদের ইমাম মো. আব্দুস সবুর।

এর আগে অধ্যক্ষ আবু আহমেদের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে সমবেদনা জানাতে আসেন, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, ইত্তেফাকের মনিরুল ইসলাম মিনি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বণিক বার্তার গোলাম সরোয়ার প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ আবু আহমেদের মাতা দিলারা খাতুন মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!