আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১ যুগ পর অপারেশন থিয়েটার চালু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন।
এর আগে ২০১০ সালের ডিসেম্বর মাসে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বশেষ অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছিল।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১ যুগ পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। এটি চালু হওয়ায় পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে সেবা পাবেন।
তিনি আরো বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এই অপারেশন থিয়েটার চালুর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ বিষয়ে সবসময় উৎসাহ এবং সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। তবে বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ স্যারের সহযোগিতা না পেলে ওটি চালু করা আমার জন্য সম্ভবপর হতো না।
উল্লেখ্য, এখন থেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি সোমবার সিজারিয়ান ও সাধারণ মেজর অপারেশন কার্যক্রম পরিচালিত হবে।