সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ভুয়া ভোটার সাজিয়ে ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফ হোসেন।
রবিবার (১২ জানুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বরাবর তিনি লিখিতভাবে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আশরাফ হোসেন বলেন, শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ৭৪নং ভোটার মেসার্স আনিসা বিল্ডার্স এর সত্ত্বাধিকারী শামিমা নাসরিন বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তিনি ভোটের দিন শ্যামনগরে ছিলেন না। তার স্বামী এম.এ.এইচ টুমুর ভোটার নং ৬। তিনি মেসার্স মোহনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী।
অভিযোগ, এম.এ.এইচ টুমু এক নারীকে স্ত্রী (শামীমা নাসরিন) সাজিয়ে ভোট প্রদান করান। যা ভোট জালিয়াতির শামিল। তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আশরাফ হোসেন অভিযোগের বিষয়ে বলেন, আমার অভিযোগটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলামের কাছে জমা দিয়েছি। আশা করি অতি দ্রুত নির্বাচন পরিচালনা কমিটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।
অভিযোগের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম বলেন, আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফ হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে অভিযোগটি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের কাছে দেওয়া হলে আহবায়ক মৌখিকভাবে আমাকে ঘটনাটির তদন্ত করার দায়িত্ব দেন। তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।