বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটার ৫ ইউনিয়নে বিএনপির নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৫, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে নতুন করে আহবায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনটির উপজেলা কার্যালয়ে সদ্য অনুমোদিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেনন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মহিউদ্দিন সিদ্দিকী।

কমিটি ঘোষণাকালে বিএনপি নেতা মহিউদ্দিন সিদ্দিকী বলেন, দেবহাটায় বিএনপির কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যেই উপজেলার ৫টি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে। জনপ্রত্যাশা পূরণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের দীর্ধদিনের ত্যাগী, পরিক্ষিত ও স্বচ্ছ ইমেজের নেতাকর্মীদের এ কমিটিতে স্থান দেয়া হয়েছে।

এর মধ্য উপজেলার কুলিয়া ইউনিয়নে অ্যাড. জাহাঙ্গীর কবির বাবুকে আহবায়ক ও রুহুল আমিনকে সদস্য সচিব, পারুলিয়া ইউনিয়নে আব্দুল বারীকে আহবায়ক ও হাসান শরাফিকে সদস্য সচিব, সখিপুর ইউনিয়নে জাকির হোসেনকে আহবায়ক ও আবুল হোসেন বকুলকে সদস্য সচিব, নওয়াপাড়া ইউনিয়নে মাসুম বিল্লাহকে আহবায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব এবং দেবহাটা সদর ইউনিয়নে আব্দুস সাত্তারকে আহবায়ক ও রফিকুল ইসলাম মন্টুকে সদস্য সচিব করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!