মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটায় তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার পারুলিয়ায় উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মেলার উদ্বোধন করেন।
ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন আয়োজিত তিন দিনব্যাপী এই বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক জেলা পরিষদ সদস্য ও আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দীন মুকুল প্রমুখ।
‘বই পড়ি দেশ গড়ি, জ্ঞান সমৃদ্ধ জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের বই মেলায় মোট ১৪টি স্টলে বই বিক্রি হচ্ছে। মেলা চলবে শনিবার পর্যন্ত।