the editors logo
শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাচন: বাবলু সভাপতি, মজনু সম্পাদক

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৮, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ১৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৪টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বাবলু ১৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদ হোসেন ১৮ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে রাকিবুল মল্লিক ওরফে মজনু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান ১২ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে আল- আমিন ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাসিন কবির ২৭ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মাসুম বিল্লাহ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম বাবু ৯ ভোট পান।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জীবনী মাধ্যমিক ইনস্টিটিউটের এর সহকারী শিক্ষক হাফিজুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জীবনী ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক তৈয়বুর রহমান। তার সঙ্গে ছিলেন সহকারী শিক্ষক মুস্তাহিদ হোসেন। নির্বাচন শেষে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!