রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রিয়ালের জার্সিতে এমবাপের প্রথম হ্যাটট্রিক

প্রতিবেদক
Shimul Sheikh
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক : এক বুক স্বপ্ন নিয়ে প্যারিস সেইন্ট জামেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন কিলিয়ান এমবাপে। লক্ষ্য ছিল গোলের পসরা সাজিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ব্যালন ডি’অর জয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে চলছে তার স্বপ্নসারথী।

রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিকও পেয়ে গেছেন এমবাপে। লা লিগায় ফরাসি তারকার হ্যাটট্রিকে রিয়াল ভায়োদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।

দুর্দান্ত জয়ে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। দুই থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে টেবিলটপাররা।

২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের। টেবিলের তলানিতে থাকা ভায়োদোলিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৫।

ভায়োদোলিদের মাঠ হোস জোরিলা স্টেডিয়ামে শনিবার রাতে ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে বল আদান-প্রদান করতে করতে ডি-বক্সের ভেতর প্রবেশ করেন তিনি। এরপর ডান পায়ের দুরন্ত গতির শটে ভায়োদোলিদের জাল কাঁপান এমবাপে।

এমবাপে দ্বিতীয় গোল করেন ৫৭ মিনিটে। রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে গেলে এক পর্যায়ে বল পান রদ্রিগো। ডি-বক্সের কাছাকাছি গিয়ে এমবাপেকে পাস দেন তিনি। বল পায়ে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে শট নেন এমবাপে। তাতেই পুরোপুরি পরাস্ত হন ভায়োদোলিদের গোলরক্ষক।

শেষ গোলটি হয় পেনাল্টিতে, ৯০ মিনিটে। ডি-বক্সের ভেতর রিয়ালের জুড বেলিংহ্যামকে ট্যাকল দেন ভায়োদোলিদের ফুটবলার মারিও মার্টিন। পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার আগে ভিএআরের সহায়তা নেন রেফারি। পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের পর ফাউলের সঙ্গে মার্টিনকে লাল কার্ডও দেখান। এতে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক ভায়োদোলিদ।

স্পটকিকে বরাবরের মতোই সফল হন এমবাপে। এতে রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। শেষ বাঁশির আগে আরও কোনো গোল হয়নি।

ম্যাচ শেষে ‘রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপে বলেন, ‘হ্যাটট্রিকের জন্য খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি, আমি প্রতি সপ্তাহে বলি। তবে অ্যাথলেটিকোর বিপক্ষে ড্রয়ের পরে আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভালো খেলতে হবে। আমরা দলগত প্রচেষ্টায় প্রথম গোলটি করেছি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে আমরা দ্বিতীয় গোল করেছি। (খেলা) ভালোভাবে পরিচালনা করেছি এবং তৃতীয় গোল করেছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার কয়লা সংকটে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

‘জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের জন্য লড়াই’ স্লোগানে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন উদযাপিত

ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশে আসছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল

কয়রায় টানা ৫ বারের ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারকে সংবর্ধনা প্রদান

বড়দিনে ইসরায়েলি হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত

আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা-৪ আসনে বিপুল ভোটে নৌকার দোলনের জয়

ড. ইউনূসের লেজ কাটতে কাটতে শেখ হাসিনার লেজই কাটা গেছে: কাদের সিদ্দিকী

সাতক্ষীরায় চাষযোগ্য জমি কমেছে ৬০ হাজার হেক্টর

জামায়াতেরও তফসিল প্রত্যাখ্যান

error: Content is protected !!
preload imagepreload image