স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারী কুতুব উদ্দিন কাদেরি (৩৮) কে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজ শেষে পারুলিয়া ইউনিয়নের শাঁখরা কোমরপুর, হাড়দ্দাহ, কুলিয়া, ভাঁতশালা ও পারুলিয়াসহ আশপাশের এলাকার হাজারো মুসল্লির অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল বের হয়।
দক্ষিণ কোমরপুর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি প্রায় দুই কিলোমিটার পথ প্রদক্ষিণ করে উত্তর কোমরপুরে গিয়ে শেষ হয়। এসময় কুতুব উদ্দীন কাদেরিকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
বক্তৃতায় বিক্ষুব্ধ মুসল্লিরা বলেন, সম্প্রতি উত্তর কোমরপুরের একটি মসজিদে পবিত্র শবে মেরাজ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মহানবীর চাচতো বোন উম্মে হানি বিনতে আবি-তালিব কে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন কুতুব উদ্দিন কাদেরি। বিষয়টি এলাকায় জানাজানি ও ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেঁটে পড়েন ধর্মপ্রাণ মুসল্লীরা। তারা অবিলম্বে কুতুব উদ্দিন কাদেরিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিক্ষুব্ধদের জনতার একটি অংশ কুতুব উদ্দিন কাদেরির বাড়ি ভাঙচুর করেন।