ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়াতে সাড়া ফেলেছিল সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। গত ঈদুল আজহায় মুক্তির পর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়ার গৌরব অর্জন করে।
সাফল্যের ধারাবাহিকতায় এবার অলটাইম ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ মুক্তি পেতে যাচ্ছে ভারতে। আগামী ১০ নভেম্বর দেশটির পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে চলবে ছবিটি!
সাফটা চুক্তিতে সেখানে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্র। ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমাস।
দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে বলেন, দীপাবলিতে ‘প্রিয়তমা’ পশ্চিমবঙ্গে চলবে। কলকাতার বাইরে আসামেও চলবে। সেখানে শাকিব ভাইয়ের প্রচুর ফ্যান আছে। ইতোমধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ‘প্রিয়তমা’ মুক্তির অনুমতি পেয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’র পরিবর্তে কোন ছবি বাংলাদেশে আসবে সেটা এখনও ঠিক করিনি। পরে জানাবো। তবে এতটুকু কনফার্ম দীপাবলিতে সালমান খানের ‘টাইগার ৩’-এর সঙ্গে চলবে শাকিব খানের ‘প্রিয়তমা’। সিনেমা হল ওটিটিতে চললেও ভারতে এখনও ‘প্রিয়তমা’র চাহিদা অনেক।
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের এ ছবি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করে।
সিনেমার পাশাপাশি ‘প্রিয়তমা’র গানগুলো ফেসবুক ইউটিউব থেকে রেকর্ড পরিমাণ ভিউ দেখা গেছে।
সিনেমা হলের পাশাপাশি ওটিটি রাইটস এবং টিভিতে শাকিবের ছবির ব্যাপক চাহিদা! যা রীতিমত অবাক করার মতো! শুধু তাই নয়, সিনেপ্লেক্সে শাকিবের দর্শক নেই বলে যে অপবাদ ছিলো, সেটাও এবার ‘প্রিয়তমা’র মাধ্যমে ঘুচিয়ে দিয়েছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত শাকিব খান।
এদিকে সোমবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘টাইগার থ্রি’ এর ট্রেলার। এদিন জানানো হয়, ১২ নভেম্বর ভারতে সালমান-ক্যাটরিনা অভিনীত এই স্পাই থ্রিলার মুক্তি পাবে।