শুক্রবার , ১৯ মে ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চীনে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে নিহত ১১

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া।

ভিয়েতনামের সঙ্গে চীনের সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা ঘটে।

সিসিটিভির প্রতিবেদন বলছে, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৪ জন যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে একটি প্রাথমিক সূত্র বলছে, দুর্ঘটনায় তিনজন বেঁচে থাকা ছাড়া, বাকি ১১ জনই নিহত হয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত জানুয়ারিতে, দেশটির পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন মারা যান। আহত হন ২০ জন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!