জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরায় আহুত ১৮ ফেব্রুয়ারির বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিকাল সাড়ে ৩টায় এক যোগে শহরের চারটি প্রবেশদার দিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হবে। প্রেস বিজ্ঞপ্তি