ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্যোগে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কাটিয়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক সকাতুল করিম পিটুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কামাল বিশ্বাস, জাতীয় যুব সংহতির আহ্বায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব আবু তাহের, জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা সভাপতি কাইমুজ্জামান পাভেল, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাকিব জামান দীপ্ত ও রুমি।
এছাড়াও সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভাষা শহীদদের অবদান তুলে ধরা হয় এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।